মোবাইল ফোন কি? মোবাইল এর জনক কে? এবং সুবিধা অসুবিধা আলোচনা।

মোবাইল ফোন

মোবাইল ফোন একধরনের যোগাযোগ ব্যাবস্থা যেই প্রযুক্তিতে বেতার তরঙ্গের মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি  ব্যবহার করা হয়। মোবাইল শব্দ দ্বারা ''সেলুলার ফোন'' ব্যাবস্থা এবং গ্রাহকের ব্যাবহার যোগ্য হ্যান্ডসেট বোঝানো হয়ে থাকে।এছাড়াও মোবাইল ফোনকে বিভিন্ন নামে অভিহিত করা হয়; যেমন: সেলফোন,হ্যান্ডফোন বা মুঠোফোন নামে। এই হ্যান্ডসেটটি অতিসহজে স্থানান্তর যোগ্য বিধায় মোবাইল ফোন নামে নামকরণ করা হয়েছে। কালক্রমে এই মুঠোফোন প্রযুক্তি বর্তমান বিশ্বে এমন প্রভাব ফেলেছে যে মোবাইল ফোন ছাড়া বর্তমান বিশ্ব ভাবা যেন কঠিন।কেননা এর মাধ্যমে বিশ্বে সবধরনের যোগাযোগ রক্ষা করা সম্ভব। মুহুর্তের মাধ্যমে বার্তা আদান-প্রদান, বিশ্বে নানান প্রান্তের খবর প্রচার ইত্যাদি মুহুর্তের মাধ্যমে সম্ভব হয়ে উঠেছে। এটি সহজে স্থানান্তর যোগ্য বিধায় পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা সহজ থেক সহজতর হয়ে উঠেছে।

মোবাইল ফোনের জনক:


অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা যে দৈন্দিন জীবনে মোবাইল ফোন ছাড়া অচল নানান গুরুত্বপূর্ণ  কাজ মোবাইল ফোন দ্বারা সম্পাদন করি। তাই মোবাইল ফোন কে বা কারা তৈরী করল? মোবাইলের জনক কে? আসুন বিস্তারিত জানা যাক....
মোবাইল হলো একটি তারবিহীন ডিভাইস। মটোরোলা কোম্পানিতে কর্মরত  ''মার্টিন কুপার''(Martin Cooper) এবং জন ফ্রান্সিস মিচেলকে সর্বপ্রথম মোবাইলের জনক হিসেবে ধরা হয়।তারা সর্বপ্রথম ১৯৭৩ সালে এপ্রিল মাসে  ২ কেজি (৪.৪ পাউন্ড)  সমপরিমাণ ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে সফলভাবে  কথা বলতে সক্ষম হন।

মোবাইল ফোনের সুবিধা:

নিম্নে মোবাইল ফোনের সুবিধা তুলে ধরা হল:
--বিশ্বের নানা প্রান্তের একজনের সাথে আরেকজনের সহজে যোগাযোগ রক্ষা করা যায়।
--একটি মোবাইল ফোনে অনেক সিম ব্যাবহার করা যায়।
--অপেক্ষাকৃত ছোট হালকা-পাতলা বলে সহজে বহনযোগ্য।
--ভিডিও ধারণ করা যায়, ছবি তুলা যায়।
--দ্রুত SMS, MMS আদান-প্রদান করা যায়।
--সহজেই ই-মেইল পাঠানো এবং গ্রহণ করা যায়। 

মোবাইল ব্যাবহারের অসুবিধাসমূহ:

মোবাইল ব্যাবহারের অসুবিধাসমূহ নিম্নে দেওয়া হল:
-- মোবাইল-এর প্রতি বাচ্চা-কিশোররা বেশি আকৃষ্ট হওয়ার ফলে তরুণ সমাজের পড়ালেখার প্রতি ক্ষতি হচ্ছে।
--মোবাইল বেশি ব্যাবহারের ফলে চোখের এবং শরীরে নানা অংশ ক্ষতি হতে পারে।
--প্রতারকরা সহজে ফাঁদে ফেলে প্রতারিত করতে পারে।
--মোবাইল ফোন বেশি ব্যাবহারের ফলে ঘুম কম হতে পারে। 
--এটি ব্যাবহারের ফলে কাজের প্রতি অমনযোগী হয়ে বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে পারেন।

https://www.info-journal.com/
https://bestreviewtodays.com/
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন